প্রতিদিনের চট্টগ্রাম ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরের আমীর, প্রবীণ সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “জামায়াতে ইসলামী আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনার লক্ষ্যে কাজ করছে। সৎ নেতৃত্ব ও ন্যায়ের বার্তা শুধু দেশেই নয়, আজ তা বিশ্ববাসীকেও নাড়া দিচ্ছে।”
২২ এপ্রিল বিকেলে নগরীর ২নং গেইট এলাকায় বিপ্লবী উদ্যানে জামায়াতের গণসংযোগ পক্ষ উপলক্ষে ৮নং শুলকবহর ওয়ার্ডের দাওয়াতি গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমীর তাওহীদ আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম মহানগরের কর্ম পরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী ডা. আবু নাসের এবং পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।
বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, “জামায়াত শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শিক আন্দোলন, যা মানুষের মন-মানসিকতা পরিবর্তনে কাজ করছে। জনগণ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত।”
অনুষ্ঠানটি ৮নং শুলকবহর প্রশাসনিক ওয়ার্ডের সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদারের সঞ্চালনায়
আরও বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল হক, কর্ম পরিষদ সদস্য আব্দুল আজিজ।
সাংগঠনিক ওয়ার্ডের সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন—নুরুল ইসলাম, ইমরান সিকদার, আলমগীর আলম, ডা. খালেদ বিন কবির, কামাল উদ্দিন, ডা. মামুন ও নুরুন্নবী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজের প্রত্যেক স্তরে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতের দাওয়াতি কার্যক্রম জোরদার করা হবে।