ঢাকাSaturday , 10 May 2025
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. খেলাধুলা
  4. চট্টগ্রাম
  5. চাঁপাইনবাবগঞ্জ
  6. জাতীয়
  7. জেলা-উপজেলা
  8. ঢাকা
  9. পার্বত্য চট্টগ্রাম
  10. প্রথম পাতা
  11. প্রবাস
  12. ফটিকছড়ি
  13. বগুড়া
  14. মহানগর
  15. ময়মনসিংহ
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল

ctg news
May 10, 2025 2:28 pm
Link Copied!

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
কর্ণফুলী নদীর রাঙ্গামাটির চন্দ্রঘোনা-রাইখালী রুটে পাঁচদিন ফেরি চলাচল বন্ধ থাকবে।
ড্রেজিং কাজের জন্য  আগামী ১৩ মে (মঙ্গলবার) ভোর ৬ টা থেকে ১৮ মে (রবিবার) পর্যন্ত চন্দ্রঘোনা – রাইখালী নৌ রুটে  ফেরি চলাচল  বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৮ মে) রাতে গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সওজ রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
বিজ্ঞপ্তিতে বলা হয়,কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য ব্যস্ততম এই নৌ- রুট আগামী ১৩ মে ভোর ৬ টা হতে ১৮ মে রবিবার পর্যন্ত বন্ধ রাখতে হচ্ছে। এসময় তিনি আরো জানান, বাঙ্গালহালিয়া, রাজস্থলী, বান্দরবান যাতায়াতের জন্য বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার  রাঙ্গুনিয়া-পদুয়া- সুখবিলাশ সড়ক (কালিন্দী রাণী সড়ক)ব্যবহার করতে অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট  এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌ রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী  ভারী, হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে।

সবুজ চাকমা আরও বলেন,পথে পলি জমায় বিভিন্ন সময় ফেরি চলাচল বন্ধ থাকে। ড্রেজিং করে আমরা ফেরি পারাপারের পথের পলি সরানোর উদ্যোগ নিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।